সোনাগাজী প্রতিনিধি: সোনাগাজীর কাজীর হাটে স্লুইসগেট খেয়াঘাট ইজারা নিয়ে দু’গ্রুপ এলাকায় ফাঁকা গুলি, এলোপাতাড়ি বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। একই সঙ্গে স্থানীয় সন্ত্রাসীরা ইজারাদার নজির আহম্মদ বেলালের নৌকায় রোববার রাতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে। সোমবার সকালে ইজারাদার নজির আহম্মদ বেলাল বাদী হয়ে উত্তর চরসাহাভিকারী গ্রামের আমিনুল হকের ছেলে সিরাজুল ইসলাম, সেকান্দর মিস্ত্রির ছেলে মো. মাসুদ ও তাজুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম মোশারফের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে আসামি করে সোমবার সকালে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, গত এক বছর থেকে খেয়াঘাট ইজারা নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছেন বেলাল। সম্প্রতি ফেনী জেলা পরিষদ ইজারার জন্য দরপত্র আহ্বান করে পরে অনিবার্য কারণ দেখিয়ে তা আবার স্থগিত করে দেয়। কিন্তু ১৩ এপ্রিল অভিযুক্ত আসামিরা ইজারা ঘাট দখলের হুমকি দিয়ে ঘাটের মাঝি ময়না গালমন্দ করে। রোববার রাতে সংঘবদ্ধ আসামিরা পূর্ব-পরিকল্পিতভাবে ফাঁকা গুলি ও বোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পেট্রল ঢেলে নৌকায় অগ্নিসংযোগ