“পদ্মা সেতুর জন্য মাথা লাগবে” এমন গুজবে কান না দিতে অভিভাবকদের প্রতি অনুরোধ করেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।
শনিবার ফেনী জেলা পুলিশ প্রশাসনের জনসচেতনতা মূলক প্রচারনার অংশ হিসেবে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের সাথে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম।