ফেনী সদর উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক আলোচনা সোমবার অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, দৈনিক প্রথম আলোর ফেনী প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলীর পরিচালনায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদ সভাপতি ও সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্যাহ খোন্দকার।