স্টাফ রিপোর্টার: ফেনীতে ভোক্তা অধিকার সংরক্ষণে মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনা করার সময় অসাধু ব্যবসায়ীরা নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানাকে ঘিরে ফেলে। এ সময় তারা আশেপাশের দোকান ভাংচুর করে ও ম্যাজিস্ট্রেটের গাড়িতে ইট নিক্ষেপ করে।পরে অভিযানের নেতৃত্বে থাকা ম্যাজিস্ট্রেট সোহেল রানাকে অবরুদ্ধ করে রাখে তারা।খবর পেয়ে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদ খান চৌধুরীর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সুত্র জানায়,অভিযানে মায়াবী ফ্যাশনের ৪ হাজার ৫শ পিস শাড়ির মধ্যে প্রায় ২ হাজার পিসের কোন ইনভয়েস বা বৈধ কাগজ প্রতিষ্ঠানটির মালিক আলম দেখাতে ব্যর্থ হয়। প্রতিষ্ঠানটির মালিক শাড়ি অবৈধ প্রক্রিয়ার আনয়ন করেছেন এই অভিযোগে প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। এ সময় উত্তেজিত হয়ে ম্যাজিস্ট্রেটের সাথে দুর্ব্যবহার করে মায়াবীর মালিককে হুমকি প্রদান করেন।সাথে সাথে প্রতিষ্ঠানের কর্মচারিরা নিচে গিয়ে গাড়ি ভাংচুরসহ সরকারি কাজে বাধা প্রদান করে।এ ঘটনায় আদালত মায়াবীর মালিক শামসুল আলম(৫০) ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। সরকারি কাজে বাধা দেওয়ায় আদালত মায়াবীর কর্মচারি মো: ফরহাদ ইয়াছিন (২০)কে ২০ দিনের কারাদন্ড প্রদান করে। একই দোকানের কর্মচারি জহিরুল ইসলাম বাবু (২১) কে একই অপরাধে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে আদালত। একই অপরাধে আদালত মো: জামাল উদ্দিনক (৩০) বিশ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে আদালত।
অভিযানে বিএসটি আই পরিদর্শক আশিকুজ্জামান, ফিল্ড অফিসার সাইফুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর মো: আব্দুর রহমান ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।