ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:২০
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীতে বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ উদ্বোধন

ফেনীতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপের উদ্বোধনী শুরু হয়েছে। সোমবার দুপুরে পুলিশ লাইন্স মাঠে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, জেলা আওয়ামী লীগে সভাপতি অ্যাডভোকেট আক্রামুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোহাম্মদ রবিউল ইসলাম। জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিমের সভাপতিত্বে ও জেলা ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লবের সঞ্চালনায় এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে ফেনী পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা ক্রীড়া অফিসার হারুন আল রশিদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মামুনুর রশিদ মিলন, আবুল হাশেম, বাফুফে প্রতিনিধি মো. এনামুল হকসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উদ্বোধনী খেলায় ডনবস্কো উচ্চ বিদ্যালয়, বান্দরবান দলকে (২-০) গোলে হারিয়ে ছাগলনাইয়া পাইলট হাই স্কুল, ফেনী দল জয়লাভ করে।খেলায় ক ও খ গ্রুপে আটটি দল অংশ নিচ্ছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!