সংবাদ বিজ্ঞপ্তি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফেনী জেলা ছাত্র কল্যান সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল চাকসু ভবনে সমিতির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ, সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আরেফুল হক অপু ও সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান তিতাসসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ১৪-১৫ সেশনের ছাত্র সৌরভ শীলকে সভাপতি ও ১৫-১৬ সেশনের ছাত্র ইমতিয়াজ উদ্দিন মিনহাজকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
এছাড়া কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে রইচ উদ্দিন শুভ, সভাপতি কাউসার ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, জাফরিন সুলতানা মিতু, তুষার ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক ওয়াজিহাদ উল্লাহ ওয়াস্তি, জাহিদ পিয়াস, রহিম উদ্দিন ও দপ্তর সম্পাদক মিনহাজুল আবেদিন সাকিবকে নির্বাচিত করে আংশিক কমিটির অনুমোদন দেন সমিতির সাবেক সভাপতি আরিফুল হক অপু ও সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান তিতাস।
আগামী ১ মাসের মধ্যে এই কমিটিকে পূর্নাঙ্গ কমিটি করার নির্দেশ দেন উপদেষ্টা মন্ডলী। সমিতির সভাপতি সৌরভ ফেনী সদর উপজেলার সুলতানপুর গ্রামের নরেন্দ্রকুমার শীল ও সাধারণ সম্পাদক মিনহাজ ফরহাদ নগর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার আশ্রাফ উদ্দিনের ছেলে।
সোমবার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.ইফতেখার উদ্দিন চৌধুরী ও প্রক্টর ড. আলী আসগর চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করে শুভেচ্ছা বিনিময় করেন।



