শহর প্রতিনিধি: ফেনী জেলা ছাত্র এসোসিয়েশনের আয়োজনে গতকাল সোমবার বিকালে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শহরের সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ও এসোসিয়েশনের উপদেষ্টা লুৎফুর রহমান খোকন হাজারী। অতিথি ছিলেন সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা আমিন, সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম, দৈনিক ফেনীর সময় নিউজ ডেস্ক ইনচার্জ আরিফ আজম, পৌর যুবলীগের সহ-সভাপতি গাজী খালেদ ইমাম জুয়েল।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি তাহসিন সোহানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে তারুণ্যের বন্ধনের সভাপতি নুর নবী হাসান, এসোসিয়েশনের সভাপতি আবদুল্লাহ আল সোহান মুরাদ, সহ-সভাপতি মেহেদী হাসান, যুগ্ম-সম্পাদক শাহরিয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক তন্ময় দে প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৪০ জন শিশুকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।



