ফেনী
শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:৪২
, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সোনাগাজীতে সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার-জনগণের সেবা শতভাগ নিশ্চিত করতে হবে

সোনাগাজী প্রতিনিধিঃ মঙ্গলবার বিকালে সোনাগাজীর নবাবপুর ও আমিরাবাদ ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন করেন চট্রগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান।উদ্বোধন শেষে নবাবপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের সভাপতিত্বে ও সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেডএম কামরুল আনামের সঞ্চালনায় আয়োজিত সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার আবদুল মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে নানা কর্মসূচি হাতে নিয়েছেন।মনে রাখবেন জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন চলে।জনগণের সেবা শতভাগ নিশ্চিত করতে হবে।আপনাদের অবহেলায় যেন সরকারের সবঅর্জন ম্লান না হয়।সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটের কারণে জেলা প্রশাসককে আকস্মিক পরিদর্শন করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।একজন ডিসি জেলা পর্যায়ে সরকারের ৫০টি বিভাগের প্রধান হিসেবে কর্মরত থাকেন।জনগণের সেবা নিশ্চিত করতে ডিসিকে জেলার সব সমস্যা চিহ্নিত করে চিঠি প্রেরণের নির্দেশ দেন তিনি।

এসময় সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন,আমিরাবাদ ইউপি চেয়ারাম্যান জহিরুল আলম জহির, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন বক্তব্য রাখেন।সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুল প্রদীপ চাকমা,সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিনহাজুর রহমান, এএসপি সার্কেল জুনায়েত কাউছার, সহকারি কমিশনার (ভূমি) নিজাম উদ্দিন আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

৪০লাখ ৬৫ হাজার ৫শ ৪৬ টাকা ব্যয়ে ভবনগুলো নির্মাণ করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!