ফেনী
শনিবার, ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৪
, ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

সোনাগাজীর জহির পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের সদস্য নির্বাচিত

বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব পদমর্যাদা) হিসাবে নিয়োগ পেয়েছেন মো: জহিরুল ইসলাম। তার গ্রামের বাড়ী সোনাগাজী সদর ইউনিয়নের সুজাপুর গ্রামে। সোমবার বিদ্যুৎ মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে তিনি এ নিয়োগ পান। জহিরুল ইসলাম মুক্তিযুদ্ধের সংগঠক ও সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক হাজী আবদুস সালাম মিয়ার কনিষ্ঠ পুত্র।তিনি সোনাগাজী ছাবের পাইলট হাই স্কুল থেকে এসএসসি, রাজধানীর তিতুমীর কলেজ থেকে এইচএসসি ও রাজশাহী ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেন। তিনি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক পদে যোগদান করে সর্বশেষ বোর্ডের প্রধান প্রকৌশলী হন। এছাড়াও তিনি সরকারের গুরুত্বপূর্ণ শতভাগ বিদ্যুৎতায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক। তিনি আমেরিকা, নরওয়ে, চীন, থাইল্যান্ড, ভারত সহ বিভিন্ন দেশ সফর করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!