কথা ডেস্ক : জাতীয় নির্বাচনে দেশের মানুষ জাতীয় পার্টিকেই ক্ষমতায় দেখতে চায় বলে মনে করেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি বলেন, ‘দেশের মানুষ লাঙ্গল প্রতীকে ভোট দিতে অপেক্ষা করে আছে। আর এ কারণে জাতীয় পার্টি এবং সম্মিলিত জাতীয় জোটের নেতাকর্মীদের দক্ষতা এবং আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।’
মঙ্গলবার সকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাদের সঙ্গে আয়োজিত সভায় সাবেক রাষ্ট্রপতি এ কথা বলেন। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য দিয়েছে।