ফেনী গার্লস ক্যাডেট কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচী পালন করা হয়েছে।বুধবার বিকালে কলেজ আঙ্গিনাসহ আবাসিক এলাকায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচীতে অংশগ্রহণ করে। এ সময় তারা কলেজ আঙ্গিনাসহ বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, মশা নিধন, ছোট, ছোট গর্তসহ বিভিন্ন স্থানে ঔষধ ছিটানোসহ বিভিন্ন উদ্যোগ নেন।
পরে কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: লোকমান হাকিম, কলেজ এ্যাডজুটেন্ট মেজর ইমতিয়াজ মো. ফয়সাল, মেডিকেল অফিসার মেজর নাদিয়া আফরোজ। ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচীতে কলেজের ৩৩৭ জন ক্যাডেট ও শিক্ষকসহ প্রায় দুইশত জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।