ঢাকা অফিসঃ ঢাকা- ৫ (যাত্রাবাড়ী) আসনে মনোনয়ন ফরম কিনলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা ও সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর উপ-কমিটির সদস্য খোন্দকার তারেক রায়হান।
রবিবার আওয়ামীলীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবন থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
ঢাকা- ৫ তথা অবহেলিত যাত্রাবাড়ীকে আধুনিক গুলশান ও বনানীর মত নাগরিক সুবিধা নিশ্চিত করতে তিনি এই মনোনয়ন ফরম নিয়েছেন।দলীয় টিকেট পেয়ে নির্বাচিত হলে ওই এলাকায় একটি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এলাকার শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষেত্রে সহযোগিতা করে যাবেন।আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তার পক্ষেই তিনি কাজ করবেন বলে জানান।তিনি ফেনীর ছাগনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের গোতিয়া সোনাপুর গ্রামের খোন্দকার বাড়ীর এবিএম এনামুল হক খোন্দকারের ছেলে ।