ফেনী
মঙ্গলবার, ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৩
, ৭ই শাবান, ১৪৪৭ হিজরি

ফেনীর কৃতি সন্তান মহিউদ্দিনের ঈর্ষনীয় সাফল্য

ঢাবির ৫২তম সমাবর্তনে আনন্দে মেতেছেন গ্র্যাজুয়েটরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।এতে ২০ হাজার ৭৯৬ জন গ্র্যাজুয়েটকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করা হয়।এদের মধ্যে ১০ হাজার ৬শ ৭৩ জন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজসহ অধিভুক্ত ৭ কলেজের ১০ হাজার ৪৪ জনের মধ্যে অন্যতম হলেন ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের জগৎ জীবন পুর গ্রামের ছালাদার বাড়ীর আবুল কালামের ছেলে মো: মহি উদ্দিন।

মেধাবী শিক্ষার্থী মহিউদ্দিন


মেধাবী শিক্ষার্থী মহিউদ্দিন স্থানীয় ভোর বাজার মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষকের পদে দায়িত্ব পালন করার পাশাপাশি কলেজ থেকে মাস্টার্স ফার্স্ট ক্লাস পেয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করেন ও সমাবর্তন অনুষ্ঠানে ল অংশ গ্রহণ করে সনদ ও উপঢৌকন গ্রহণ করেন।

এবারের সমাবর্তনে ৭৯ জন কৃতি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ৯৮টি স্বর্ণপদক, ৫৭ জনকে পিএইচডি,৬ জনকে ডিবিএ এবং ১৪ জনকে এমফিল ডিগ্রি দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই সমাবর্তনের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়।এর বাইরে ঢাকা কলেজ ও ইডেন কলেজ ভেন্যুতে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন হয়।

বেলা ১২টায় সমাবর্তন শুরু হয়।সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সভাপতিত্ব করেন। এসময় অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পদার্থে নোবেল বিজয়ী জাপানের তাকাকি কাজিতা।

এ দিকে সমাবর্তন উপলক্ষে উৎসবমুখর পরিস্থিতি বিরাজ করছে পুরো ক্যাম্পাসে।গাউন পরে ও মাথায় হ্যাট লাগিয়ে সমাবর্তনের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন গ্র্যাজুয়েটরা।একে অপরের সাথে ছবি তুলছেন,কেউ আবার গাউন পরে কার্জন হল, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের পুকুরপাড়,টিএসসি,ঢাকা কলেজ,ঢাকা কলেজ গেইট,ইডেন কলেজ,রাজু ভাস্কর্য, বটতলা, অপরাজেয় বাংলা,কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের ‘নূর চত্বর’, মধুর ক্যান্টিন,সিনেট ভবন,স্মৃতি চিরন্তন প্রভৃতি স্থান ঘুরে বেড়াচ্ছেন।এক কথায় সমাবর্তনে গ্র্যাজুয়েটদের পদচারণায় সারা ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!