কথা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ফেনীর তিনটি আসনে মহাজোটের প্রার্থী ঘোষণা করা হয়েছে।রোববার সকালে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় প্রার্থীদের চিঠি বিতরণ করে টিকেট নিশ্চিত করেন।অন্যদিকে মহাজোটের শরীক জাসদ ও জাপা থেকে প্রার্থীদের টিকেট নিশ্চিত করে দলীয় হাই কমান্ড।
ফেনী-১ আসনে জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার,ফেনী-২ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ও ফেনী-৩ আসনে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী মহাজোটের টিকেট পান।
ঘোষিত তফসিল অনুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ৩০ ডিসেম্বর। এর আগে ২৮ নভেম্বর পর্যন্ত মনোনয়ন দাখিল করা যাবে। ২ ডিসেম্বর বাছাইয়ের পর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত।



