সদর প্রতিনিধি: ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের ভোর বাজারস্থ নবারুন কিন্ডার গার্টেনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্কুলটির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিকেএম এনামুল করিম।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ হিলালুদ্দিন, ফরহাদ নগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন টিপু, বাংলাদেশ কাস্টম্সের সহকারী কমিশনার নজরুল ইসলাম বাঙালী, নবারুন কিন্ডার গার্টেনের উপদেষ্টা মোঃ সাহাব উদ্দিন। অনুষ্ঠানে ২০১৮ সালের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।