ফেনী
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৮:২৭
, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

নবী বলেছেন জয় মক্কা, আমরা বলি জয় বাংলা’-নৌপরিবহন মন্ত্রী 

ঢাকা অফিস: মুক্তিযুদ্ধের রণধ্বনী ‘জয় বাংলা’ শ্লোগান না দিলে স্বাধীনতা বিশ্বাস থাকে কী করে, সে প্রশ্ন রেখেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

নতুন প্রজন্মকে এই স্লোগানে বিশ্বাস রাখার আহ্বান জানিয়ে জয় বাংলার নিন্দা করতে ধর্ম ব্যবহার করে যে সমালোচনা করা হয় তারও জবাব দেন মন্ত্রী।
শনিবার মাদারীপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন শাজাহান খান।

নৌমন্ত্রী বলেন, ‘একটি বিষয়ের প্রতি গুরুত্ব সহকারে লক্ষ্য রাখতে হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যেন কেউ কটাক্ষ না করে। যে ব্যক্তি বঙ্গবন্ধুকে জাতির পিতা স্বীকার করে না, জয় বাংলা শ্লোগান দেয় না, সে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।’

শাহাজান খান বলেন, “যারা বলেন ‘জয় বাংলা’ হিন্দুদের শ্লোগান তারা ইসলামের ইতিহাস পড়েন। আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (স.) মক্কা বিজয়ের সময় একটি আওয়াজ করেছিলেন ‘ফাতুল মক্কা, ফাতুল মক্কা’। এর আরবি শব্দের অর্থ হচ্ছে ‘জয় মক্কা, জয় মক্কা’।
“যদি আমাদের নবী নিজের মাটির জন্য ‘জয় মক্কা’ বলতে পারেন, তা হলে আমার মাটির বিজয়ের জন্য কেন ‘জয় বাংলা’ বলতে পারব না?’।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!