ফেনী
বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:৩১
, ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নোয়াখালীর নাদিয়ার চিকিৎসার দায়িত্ব নিল ঢামেক

ঢাকা অফিস- চোখ, নাক, মুখ ও কান দিয়ে রক্তঝরা বিরল রোগে আক্রান্ত নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাসিন্দা কিশোরী নাদিয়া আক্তারের চিকিৎসার দায়িত্ব নিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতাল কর্তৃপক্ষ। সব ব্যয় তারাই বহন করবে।

শুক্রবার নাদিয়াকে নিয়ে ‌’ নাদিয়ার চোখ দিয়ে রক্ত ঝরছে ‘ শিরোনামে সংবাদ প্রকাশিত হয় দৈনিক সমকালে।এর পরই বিষয়টি নজরে পড়ে অনেকের।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন শনিবার সমকালকে বলেন, নাদিয়ার রোগ শনাক্তে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এরপর তার চিকিৎসার জন্য সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে। ওই বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে। নাদিয়ার চিকিৎসার সব ব্যয় ঢামেক কর্তৃপক্ষ বহন করবে।

এর আগে গত মঙ্গলবার নাদিয়াকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ বছর বয়সী নাদিয়ার প্রথমে চোখ দিয়ে রক্ত ঝরা শুরু হয়। এখন তার কান, নাক ও মুখ দিয়েও রক্ত ঝরছে। নাদিয়া কী রোগে আক্রান্ত, চিকিৎসকরা তা এখনও নিশ্চিত হতে পারেননি।
বর্তমানে ঢামেক হাসপাতালের চক্ষুবিভাগের সহকারী অধ্যাপক ডা. মুক্তি রানী মিত্রের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। সংশ্নিষ্ট সব বিভাগের চিকিৎসকরা তার রোগ পর্যালোচনা করে চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করবে। প্রয়োজনে বিদেশি চিকিৎসকের পরামর্শও নেওয়া হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!