আদালতে অভিযোগ দাখিল হলেই ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যা মামলাটি দ্রুত নিষ্পত্তি করা হবে বলে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন।মামলাটি দ্রুত শেষ করতে প্রসিকিউশন আগাম কিছু প্রস্তুতিও নিয়ে রেখেছে বলে জানিয়েছেন তিনি।
সচিবালয়ে বৃহস্পতিবার ‘জাতীয় আইনগত সহায়তা দিবসের’ কর্মসূচি জানাতে এসে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশের প্রায় সকলেই নুসরাত হত্যাকাণ্ডের ব্যাপারে অত্যন্ত ক্ষুব্ধ এবং এই বিচারটা শেষ করার ব্যাপারে তাদের একটা আগ্রহ আছে।
“আমাদের দায়িত্ব হচ্ছে এই বিচারটা যত তাড়াতাড়ি শেষ করা যায়। আমি বলতে পারি আমরা প্রসিকিউশন থেকে যেসব প্রিপারেশন দরকার অন দ্য গ্রাউন্ড, মামলা পরিচালনা করতে ডিউ প্রোসেজে এটাকে সমাপ্ত করতে যেসব প্রিপারেশন দরকার আমরা সেগুলো নিয়ে রেখেছি।”



