স্টাফ রিপোর্টার: স্কিলস্ এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (STEP) কর্তৃক সরকারী বেসরকারী পলিটেকনিক ইনষ্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে পূর্বের ধারাবাহিকতায় এবারও ফেনী পলিটেকনিক ইনষ্টিটিউটে স্কিল কম্পিটিশন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে ইনষ্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই’র পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এ.কে.এম শাহিদ রেজা শিমুল।

ফেনী পলিটেকনিক ইনষ্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মহিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কারিগরী শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধি ইঞ্জিনিয়ার ইখলাস উদ্দিন, স্টার লাইন গ্রুপের পরিচালক ও দৈনিক স্টার লাইনের সম্পাদক জামাল উদ্দিন। ইনষ্টিটিউটের কম্পিউটার বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী মোহাম্মদ মেহের উল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, চ্যানেল আই ফেনী প্রতিনিধি রবিউল হক রবি, ইলেকট্রিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান এমদাদুল ইসলাম, মেকানিক্যাল বিভাগের প্রধান আবদুর রহিম, সিভিল বিভাগের প্রধান এস.এম আরেফিন, পাওয়ার বিভাগীয় প্রধান নয়ন রঞ্জন ভট্টাচার্য, আর্কিটেকচার বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার কাজী আবুল হাশেম, আর.এস বিভাগের প্রধান নিজাম উদ্দিন, ফেনী পলিটেকনিক ইনষ্টিটিউটের শিক্ষক সমিতির সভাপতি জি.এম তাজ উদ্দিন পলাশ, টিচার্স ফেডারেশনের সভাপতি মো. মিজানুর রহমান, কর্মচারী সমিতির সভাপতি আবুল হোসেন প্রমুখ। প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির ৬টি বিভাগের ২৮টি ইনোভেশান প্রদর্শিত হয়। পরে অতিথিবৃন্দ ইনোভেশানগুলো পরিদর্শন করেন। অনুষ্ঠানে প্রতিযোগীতায় বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।



