দাগনভূঞা উপজেলার দরবেশের হাট পাবলিক কলেজে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান।
কলেজের প্রতিষ্ঠাতা ও কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি এডভোকেট এম. শাহজাহান সাজুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম ভূঞা, দাগনভূঞা থানার ওসি মো: আসলাম শিকদার, সিন্দুরপুর ইউপি চেয়ারম্যান নুর নবী। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ জহিরুল হক জনি। জেলা প্রশাসক সহ অতিথিবৃন্দ কলেজটিতে ধারাবাহিকভাবে ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত মানুষ হিসেবে গড়ে আত্মনির্ভরশীল হওয়ার আহবান জানান। একইসাথে কলেজটির এমপিওভুক্তি সহ শিক্ষার মানোন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে ১০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।