ফেনী
বুধবার, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৯
, ৪ঠা সফর, ১৪৪৭ হিজরি

প্রতিদিন সকালে যে পানীয় খেলে অতিরিক্ত ওজন কমবে

অতিরিক্ত ওজন কমানোর জন্য অনেক খাবার খেয়ে থাকি আমরা। তবে ওজন কমানোর জন্য খাদ্যাভাস পরিবর্তনের পাশাপাশি ব্যায়ামও করা জরুরি।তবে কিছু খাবার আছে যা খেলে অতিরিক্ত ওজন কমবে।অতিরিক্ত ওজন কমাতে খেতে পারেন কাঁচা রসুন ও মধু। এই দুটি খাবারের পুষ্টি গুণের শেষ নেই।

কাঁচা রসুন ও মধু মিশ্রণে তৈরি পানীয় ওজন কমানোর জন্য খুবই উপকারি। প্রাচীনকাল থেকেই এ দুটি উপাদান ঠাণ্ডা-কাশি, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল কমাতে ব্যবহৃত হয়ে আসছে।

আসুন জেনে নেই অতিরিক্ত ওজন কমাবে যে পানীয়।

যেভাবে তৈরি করবেন?

৩ থেকে ৪ টি রসুনের কোয়া নিয়ে ছোট টুকরো করে এক চামচ মধু নিয়ে কাপে ঢালুন। এখন রসুনগুলো এতে দিয়ে ভালো ভাবে মেশান। প্রতিদিন সকালে খালি পেটে মিশ্রণটি খেতে থাকুন। মিশ্রণটি তৈরি করে ফ্রিজে রেখে খেতে পারেন। তবে সেটা তিন দিনের বেশি না রাখাই ভালো।

রসুন আর মধুর মিশ্রণ খেতে অনেকের ভালো নাও লাগতে পারে। তবে এই দুই উপাদান ওজন কমাবে খুবই কার্যকারি। প্রতিদিন সকালে খালি পেটে মিশ্রণটি খেলে শুধু ওজনই কমবে ও হজমশক্তি বাড়বে।

আরও যেসব উপকারিতা রয়েছে-

১. নিয়মিত রসুন ও মধুর মিশ্রণ খেলে উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল কমবে।

২. ঠান্ডা-কাশি কমবে।

৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

৪ লিভার সুস্থ থাকবে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!