ফেনী
শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:৫২
, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সোনাগাজীতে বিনামূল্যে প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা

সোনাগাজীতে উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে ও চট্রগ্রাম সিআরপি’র সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ডাকবাংলা কমিউনিটি সেন্টারে এ চিকিৎসা সেবার আয়োজন করা হয়। উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ৬ শ ৫০ জন রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন চিকিৎসকরা। ৩০ জন প্রতিবন্ধীকে বিনামূল্যে অপারেশন ও ৩ জনকে কৃত্রিম পা সংযোজনের জন্য নির্ধারন করা হয় ।
সংস্থার সভাপতি মাস্টার মোঃ মোছলেহ উদ্দিন বাহাদুরের সভাপতিত্বে ও মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার পিপিএম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও সোনাগাজী পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, সোনাগাজী মডেল থানার ওসি মোঃ মোয়াজ্জেম হোসেন, ওসি (তদন্ত) মোঃ কামাল হোসেন (পিপিএম), জেলা পরিষদের সদস্য ও সোনাগাজী উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান ফারুক হোসেন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির,সিআরপি’র চট্রগ্রাম বিভাগীয় সমন্বয়ক মোঃ সেলিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মীর এমরান প্রমূখ।
এসময় প্রতিবন্ধীদের কল্যাণের জন্য পুলিশ সুপার ৫০ হাজার টাকা, পৌর মেয়র প্রতিবন্ধীদের অফিসের জন্য আসবাবপত্র ও নগদ ১০ হাজার টাকা, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান প্রতিবন্ধীদের জন্য আনন্দ ভ্রমন ও মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল নগদ ১০ হাজার টাকার আর্থিক অনুদান ঘোষণা করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!