ফেনী
শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:০৩
, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সোনাগাজীতে দলীয় নেতাকর্মীদের বাধায় বিএনপি প্রার্থীর মতবিনিময় সভা পন্ড

সোনাগাজী প্রতিনিধিঃ ফেনীর সোনাগাজীতে দলীয় বাধার মুখে ফেনী-৩ ( সোনাগাজী-দাগনভূঞা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসনের নির্বাচনী মতবিনিময় সভা পন্ড হয়ে গেছে।বিকাল ৪টার দিকে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সভা শুরুর প্রাক্কালে  দাওয়াত না দেয়ার অজুহাতে এই ঘটনা ঘটে।

সূত্র জানায়, ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আকবর হোসেন সোনাগাজী উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে মঙ্গলবার বিকালে সোনাগাজী কমিউনিটি সেন্টারে এক নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করেন। বিকাল ৪টার দিকে সভা শুরুর প্রাক্কালে উপজেলা যুবদলের যুগ্ম-সাধারন সম্পাদক ইকবাল হোসেন, পৌর যুবদলের যুগ্ম-সাধারন সম্পাদক খুরশিদ আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আবু বক্কর ছিদ্দিক মারুফ, মাইনুল হোসেন ও জুয়েলের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী ঘটনাস্থলে উপস্থিত হয়ে সভা স্থগিত করে প্রার্থী ও তার অনুসারীদের সভা ত্যাগ করতে বলেন।
এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা আকবরকে 
উদ্দেশ্য করে বলেন, আমাদের সাথে বেশ কয়েকজন নেতাকর্মী বিগত আন্দোলন সংগ্রামে নিহত হয়েছে। একেকজন নেতাকর্মী ২০/২৫টি মামলা ও জেল জুলুম হুলিয়া নিয়ে রাজপথে সরব রয়েছেন।সেসব নির্যাতিত নেতাকর্মীদের দাওয়াত না দিয়ে আপনী আজকে কাদেরকে নিয়ে সভা ডেকেছেন? যুব ও ছাত্রদল নেতাকর্মীরা আজকে মতবিনিময় সভার দাওয়াত পায়নি। তাই আজকে মতবিনিময় সভা করা যাবেনা। এনিয়ে তাদের মধ্যে প্রায় এক ঘন্টা ব্যাপী উত্তপ্ত বাক্য বিনিময় ও বাগবিতন্ডা হয়।
এক পর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীদের বাধার মুখে সভা না করে প্রার্থী ঘটনাস্থল ত্যাগ করেন। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আকবর হোসেন সভা পন্ডের বিষয়ে দ্বিমত পোষণ করে বলেন, নেতাকর্মীদের মাঝে ভুলবুঝাবুঝি হয়েছে। সবার কথা শোনা হয়েছে। পরবর্তীতে সবাইকে নিয়ে তিনি নির্বাচনী গণসংযোগে নামবেন ।

এ ব্যপারে উপজেলা যুবদলের সাধারন সম্পাদক খুরশিদ আলম ভূঞা জানান, মতবিনিময় সভায় যোগ দেয়ার প্রক্কালে তিনি বিক্ষুব্ধ নেতাকর্মীদের বাধার মুখে পড়ে মতবিনিময় সভায় যোগ দিতে পারেননি। নির্যাতিত নেতাকর্মীদের দাওয়াত না দেয়ায় তারা ক্ষোভে ফেটে পড়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!