দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের গজারিয়া ফুলকলি মডেল কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাই স্কুলের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ার অনুষ্ঠান শনিবার সম্পন্ন হয়েছে।এসময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাংবাদিক এস এম ইউসুফ আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংক দাগনভূঞা শাখার ম্যানাজার (অপারেশান) মোহাম্মদ ইউসুফ সবুজ।
প্রধান শিক্ষক মো: এনামুল হক শিল্পী’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লা আল-মারুফ, পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল আলম শাহিন, এনজিও সংস্থা ডিজিইউএস’ফেনীর নির্বাহী পরিচালক ফখরুল ইসলাম মামুন ও স্থানীয় সমাজসেবক ফজলুর রহমান।
সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সাঈদ রিয়াদ, মো: বখতিয়ার ফিরোজ, আবদুল কাইয়ুম রাকিব, মো: ইসমাইল হোসেন ও মিলি আক্তার জারা প্রমুখ। পরে পরীক্ষার্থীদের সফলতা কামনায় ফাতেহা পাঠ ও দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মাওলানা নুর ইসলাম।



