ফেনী
মঙ্গলবার, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৩১
, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

ফুলগাজীতে কিশোর-কিশোরীর লাশ উদ্ধার

ফুলগাজী প্রতিনিধি: শনিবার ভোরে ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের পুর্ব বসন্তপুর গ্রামে পিংকী আক্তার (১৭) নামে কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সে মানসিক ভারসাম্যহীন। অপরদিকে একই ইউনিয়নের ফেনা পুস্করনী গ্রাম থেকে শুক্রবার ভোরে আলী আক্কাস (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়।

শনিবার  ময়নাতদন্ত শেষে লাশ দুটির দাফন সম্পন্ন করা হয়েছে।

পুলিশ জানায়,পিংকি আক্তার স্হানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। শনিবার ভোরে শোবার ঘরের দাঁসার সাথে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। স্হানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আক্কাস সন্ধ্যায় প্রতিদিনের মতো ঘরে ফিরলে পরিবারের লোকজন তাকে গালমন্দ করেন।অভিমান  করে রাতেই বিষপান করে আক্কাস। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে প্রথমে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তবে পরিবারের দাবি আক্কাসের হঠাৎ বুকে ব্যথা উঠে মারা যায়। পুলিশের ধারণা প্রেমঘটিত কারনে বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। আক্কাস স্হানীয় বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। ফুলগাজী থানার ওসি (তদন্ত) পান্না লাল বড়ুয়া বলেন, এব্যপারে ফুলগাজী থানায় দুটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!