ফুলগাজী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।এসময় ৩ মাদক কারবারিকে কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।
রবিবার ভোরে উপজেলার দক্ষিণ আনন্দপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মীর রাশেদুজ্জামান রাশেদ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেনের নেতৃত্বে মাদক বিরোধী টাস্কফোর্স।এসময় আবুল খায়েরের ছেলে মো: ডালিম, সফি উল্লাহর ছেলে মনির ও হারিছ মিয়ার ছেলে দিদারকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা, ৪শ ৫০গ্রাম গাজা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্বার করা হয়।তাদের প্রত্যেককে ৬ মাস করে কারাদন্ড প্রদান করেন।