শহর প্রতিনিধিঃ ফেনীতে অস্ত্রসহ ছাত্রদল নেতা মেজবাউদ্দীন প্রকাশ পিচ্চি পিয়াস(২৬)কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।সোমবার দুপুরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার ভোরে সোনাগাজী উপজেলার চরচান্দিনা ইউনিয়নের মাষ্টার পাড়া এলাকার সামছুল হক টেনাডার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্বার করে পুলিশ।আদালতে তার বিরুদ্বে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।আদালত শুনানীর জন্য পরবর্তী তারিখ দিয়ে তাকে কারাগারে প্রেরণ করে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি হারুন অর রশীদ ফেনীর কথা ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে জেলা জজ আদালতের সামনের রাস্তা থেকে পিয়াসকে আটক করা হয়।পরে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার ভোরে সোনাগাজী উপজেলার চরচান্দিনা ইউনিয়নের মাষ্টার পাড়া এলাকার সামছুল হক টেনাডার বাড়ির তার ঘরে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের এসআই মাসুদ সিকদারের নেতৃত্বে একটি দল।এসময় একাধিক মামলার আসামী পিয়াসের ঘর থেকে একটি দেশীয় তৈরি পিস্তল উদ্বার করে পুলিশ।অস্ত্র উদ্বার ঘটনায় তার বিরুদ্বে সোনাগাজী থানায় মামলা দায়ের করেছে।সে সোনাগাজী উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক পদে রয়েছে বলে দলীয় সুত্র জানায়।সে ওই গ্রামের মৃত নুর নবীর ছেলে।