ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৮
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীতে আপত্তিকর অবস্থায় নাইট গেষ্ট হোটেল থেকে ৬ জন আটক,তিনজনের কারাদণ্ড

শহর প্রতিনিধি-ফেনীতে আপত্তিকর অবস্থায় নাইট গেষ্ট হোটেল থেকে ৬ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।এসময় হোটেলের ম্যানেজার ইদু মিয়াসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়,ফেনী শহরের বিভিন্ন আবাসিক হোটেলে দেহব্যবসা চালিয়ে আসছে একটি চক্ত।এসব হোটেলে স্কুল-কলেজ পডুয়া শিক্ষার্থীদের আনাগোনাও ছিল লক্ষণীয়।এসব প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে হোটেল মালিকদের নিয়ে বৈঠক করে কিছু নির্দেশনা দেয়া হয়।যা অমান্য করে এসব ব্যবসা চালিয়ে আসছিল চক্রটি।গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে মহিপালের হোটেল নাইট গেষ্টসহ বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় হোটেলটির বিভিন্ন কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় ৬ জনকে আটক করা হয়।

এদের মধ্যে সোনাগাজী উপজেলার মজলিশপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে মিজানুর রহমানকে ১ মাস ও বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের আব্দুর রশিদ মেম্বারের পুত্র গোলাম কিবরিয়াকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করে আদালত।

আর দাগনভুইয়ার গজারিয়া গ্রামের আব্দুল কুদ্দুছের মেয়ে ইশরাত জাহান,কুমিল্লা দাউদকান্দির ভাইরিয়া এলাকার শহীদ উল্লার ছেলে সাইদুল ইসলাম,চৌদ্দগ্রামের করবইন গ্রামের আলসের মেয়ে সীমা আক্তার ও বেগমগঞ্জ উপজেলার লতিফপুরের জাকির হোসেনের মেয়ে ইসরাত জাহানকে মুচলেকা নিয়ে পরিবারের সদস্যদের উপস্থিতিতে ছেড়ে দেয়া হয়।

এদিকে হোটেলটিতে জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করায় ম্যানেজার ইদু মিয়াকে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর শ্যামেল চন্দ্র বসাক।অভিযানকালে ফেনী পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বনিক উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!