ফেনী
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৬
, ৯ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ফেনীতে এইচএসসিতে জিপিএ-৫ কমেছে

স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার সারা দেশের ন্যায় ফেনীতে এইচএসসি ও সমমান পরিক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, গতবারের চেয়ে এবারের এইচএসসিতে জিপিএ ৫ কমেছে।

২০১৭ জিপিএ-৫ পেয়েছিল ৮৬ জন। এবার জেলার ৪০ টি কলেজ থেকে ১০ হাজার ৬ শ ২৭ জন পরিক্ষা দিয়ে পাস করেছে ৫ হাজার ৪শ ২ জন। জিপিএ ৫ পেয়েছে ৭৯ জন।পাসের হার ৫০ দশমিক ৮২ শতাংশ। বিষয়টি নিয়ে অভিভাবকদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা কাজ করছে।

সূত্র জানায়, ২০১৭ সালে জেলায় পাসের হার ছিল শতকরা ৪৪.৫০শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৮৬ জন। এবার জেলায় ১০ হাজার ৬ শ ২৭ জন পরিক্ষা দিয়ে পাস করেছে ৫ হাজার ৪ শ ২ জন। জিপিএ ৫ পেয়েছে ৭৯ জন। পাসের হার ৫০ দশমিক ৮২ শতাংশ।
২০১৭ সালের তুলনায় পাশের হার কিছুটা বাড়লেও এবছর জিপিএ-৫ কমেছে। তবে ফেনী গালর্স ক্যাডেট কলেজ থেকে এবার ৫১ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়ে পাস করেছে।

ফেনী সরকারী কলেজ থেকে বিজ্ঞানে ৬শ ৮০ জন অংশ নিয়ে ৫শ ৪৯জন পাস করেছে। মানবিক শাখা থেকে ৪শ ১৫জন অংশ নিয়ে ১শ ৮৯জন পাস করেছে। ব্যবসায় শিক্ষায় ৫শ ৭জন অংশ নিয়ে ৩শ ৯৩জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৪ জন ও পাসের হার ৭১%।

জয়নাল হাজারী কলেজ থেকে ৩শ ৮৩ জন অংশ নিয়ে পাশ করেছে ৩শ ৩৭ জন। পাশের হার ৮৮.৪৫%। সরকারী জিয়া মহিলা কলেজ থেকে ১ হাজার ১শ ৮৪ জনের মধ্যে পাস করেছে ৭শ ৫১ জন। পাসের হার ৬৩.৪৩%।

ফাজিলপুর সাউথ ইষ্ট ডিগ্রী কলেজে ১শ ৮০ জনের মধ্যে পাস করেছে ১৫৬ জন। পাসের হার ৮৬.৬৭%।

উপজেলা ভিত্তিক ফেনী সদর উপজেলা থেকে ৫ হাজার ২শ ২৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে তিন হাজার ২শ ৭৪ জন, জিপিএ-৫ পেয়েছে ৭৬জন। পাসের হার ৬২.৬৪%।

সোনাগাজী উপজেলা থেকে ৯শ ২১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২শ ৭৮ জন, জিপিএ-৫ পেয়েছে ১জন। পাসের হার ৩০.২০%।

ছাগলনাইয়া উপজেলা থেকে ১ হাজার ৮শ ২৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬শ ৬০ জন, জিপিএ-৫ পেয়েছে ২জন। পাসের হার ৩৬.১৯%।

দাগনভূঁঞা উপজেলা থেকে ১ হাজার ৩শ ৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬শ ৪১ জন। পাসের হার ৪৮.৯৭।

ফুলগাজী উপজেলা থেকে ৮শ ৬৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩শ ৩৩ জন। পাসের হার
৩৫% ও পরশুরাম উপজেলা থেকে ৪শ ৭৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২শ ৪৫ জন। পাসের হার ৩১.২৬%।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!