শহর প্রতিনিধি: ফেনীতে নাশকতার চেষ্টাকালে ১৪টি ককটেল ও বিস্ফোরক তৈরীর সরঞ্জামসহ বিএনপির ৩ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।রবিবার গভীর রাতে শহরের ফেনী পলিটেকনিক ইনষ্টিটিউট সংলগ্ন কমিশনার মেসের ৯ নং রান্না ঘরের ভিতর অভিযান চালিয়ে তাদের আটক করে এসআই মাসুদ শিকদারের নেতৃত্বাধীন পুলিশের একটি দল।
আটকৃতরা হলেন, সদর উপজেলার ফতেহপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের আরিফুর রহমান ভুইয়া, দেবীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম ও নোয়াবাদ গ্রামের সোলায়মানের ছেলে দেলোয়ার হোসেন(২৮)।
এসময় আটককৃদের কাছ থেকে ১৪ টি বিস্ফোরক জাতীয় ককটেল, ৫ টি লাল রংয়ের কস্টেপ, ৩ টি খালি টিনের কোটা, ১০ টি ভাংঙ্গা বেডের আংশ , ১শ ৫০গ্রাম পটাশ,কিছু ভাংগা কাঁচের টুকরা, ২শ গ্রাম ছোট পেরেক, ১শ গ্রাম গান পাউডার উদ্ধার করে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ হারুনুর রশিদ বিস্ফোরকসহ ৩ জন আটকের সত্যতা নিশ্চিত করেছেন ।