নিজ এলাকায় অসহায়, কর্মহীন শ্রমজীবী, দুঃস্থ ১শ ৫০ পরিবারের মাঝে নিজ উদ্যোগে খাদ্য সহায়তা দিলেন ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন।
রোববার দিনব্যাপী কাজীরবাগ ইউনিয়নে অসহায়দের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। এ সময় কাজীরবাগ ইউনিয়ন বিএনপির আহবায়ক নুর নবী হিটলার, সদস্য সচিব নিজাম উদ্দিন মেম্বার, জেলা ছাত্রদলের সহ -সভাপতি ইমাম হোসেন শামীম, গোলাম রাব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক খুরশীদ আলম শান্ত, জাফর আহমেদ, দপ্তর সম্পাদক আরিফুল হক সুমন,জেলা যুবদলের সহ প্রচার সম্পাদক কামাল হোসেন,জেলা ছাত্রদলের সহ বৃত্তি ও ছাত্র কল্যান বিষয়ক সম্পাদক মাসুম ভূঁইয়া, সহ গণ শিক্ষা বিষয়ক সম্পাদক নাদিম হাসানসহ কাজীরবাগ ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন জানান, খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে ১৮ কেজি হিসেবে ছিল চাল ১০ কেজি,আটা ২ কেজি,আলু ২কেজি,তেল ১ লিটার, পেঁয়াজ ১ কেজি,ডাল ১ কেজি ও মুড়ি ১ কেজি প্রদান করেন।