শহর প্রতিনিধি: ফেনীতে জেলা জামায়াতের কার্যালয়ে তল্লাশী চালিয়েছে পুলিশ।শনিবার বিকালে শহরের শান্তি কোম্পানী সড়কের দারুল ইসলাম ভবন নামকস্থ জামাত অফিসে এই তল্লাশি চালানোকালে দলের কোন নেতাকর্মীকে আটক করতে পারেনি।তবে একটি মাইক্রোবাস ও বেশ কিছু কাগজপত্র জব্দ করে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, ১০-১৫ জন অজ্ঞাত ব্যক্তি নাশকতা করতে জামায়াত কার্যালয়ে অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে মডেল থানা পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশ উক্ত ভবনের প্রতিটি কক্ষে তল্লাশী চালায়।
ফেনী মডেল থানার ওসি মো: আবুল কালাম আজাদ জানান, জামায়াত নির্বাচন বানচালে নাশকতার প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। তবে অভিযান টের পেয়ে নেতাকর্মীরা সবাই পালিয়ে যায়। পুলিশ ভবন থেকে বেশ কিছু কাগজপত্র ও ভবনের সামনে থেকে একটি নাম্বারবিহীন মাইক্রোবাস জব্দ করেছে।



