মাঈন উদ্দিন পাটোয়ারী: ফেনীতে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৬শ ৬৮জন শিক্ষার্থী। এদের মধ্যে এসএসসিতে ৬শ ৩১ জন, দাখিলে ২১জন ও কারিগরি শিক্ষায় ১৬ জন জিপিএ-৫ অর্জন করে। অনুষ্ঠিত পরীক্ষায় ফেনী থেকে ২৩ হাজার ৬শ ৯৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে এসএসসিতে ১৭ হাজার ৪শ ৪৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১৩ হাজার ৩শ ১৩ জন পাশ করে। দাখিলে ৫ হাজার ৪শ ৮৮জন অংশ নিয়ে ৩ হাজার ৩ জন পাশ করে। কারিগরিতে ৭শ ৫৯জন অংশ নিয়ে ৫শ ৬৯জন পাশ করে। রোববার প্রকাশিত ফলাফলের ভিত্তিতে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, ফেনী সদর উপজেলা থেকে এবারের এসএসসি পরীক্ষায় ৭ হাজার ৩শ ৬৭জন শিক্ষার্থী অংশ নিয়ে ৬ হাজার ১শ ৭৯ জন পাশ করে। এর মধ্যে ৪শ ৫৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ৮৩.৮৮%। দাখিলে ১ হাজার ৯শ ৭৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৯ শ ১৭জন পাশ করে। জিপিএ-৫ পেয়েছে ১৪জন শিক্ষার্থী। পাশের হার ৫৪.৭৫%। কারিগরিতে ৩শ ৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২শ ৬ জন পাশ করে। জিপিএ-৫ পেয়েছে ১৩জন। পাশের হার ৬০.২৪%।
ফুলগাজীতে এসএসসি পরীক্ষায় ১ হাজার ৪শ ৩৫জন শিক্ষার্থী অংশ নিয়ে ১ হাজার ১৪ জন পাশ করে। এর মধ্যে ১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ৭০.৬৬%। দাখিলে ২শ ৮৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে ২ শ ৩১জন পাশ করে। কেউ জিপিএ-৫ পায়নি। পাশের হার ৭৯.৯৩%। কারিগরিতে ৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৩৬ জন পাশ করে। পাশের হার ২২.২২%।
ছাগলনাইয়া উপজেলা থেকে এবারের এসএসসিতে ১ হাজার ৮শ ৯৩জন শিক্ষার্থী অংশ নিয়ে ১ হাজার ৩শ ৫৬ জন পাশ করে। এর মধ্যে ৪৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ৭১.৬৬%। দাখিলে ১ হাজার শিক্ষার্থী অংশ নিয়ে ৭ শ ৬জন পাশ করে। জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাশের হার ৭০.৬০%। করিগরিতে ১শ ৮৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১শ ৭২ জন পাশ করে। পাশের হার ৯১.০০%।
সোনাগাজীতে এসএসসিতে ২ হাজার ৫শ ৩১জন শিক্ষার্থী অংশ নিয়ে ১ হাজার ৬শ ৮৮ জন পাশ করে। এর মধ্যে ২৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ৬৬.৬৯%। দাখিলে ৯ শ ৪০জন অংশ নিয়ে ৫শ ৬১জন পাশ করে। কেউ জিপিএ-৫ পায়নি। পাশের হার ৫৯.৬৮%। কারিগরিতে ১শ ৩৭জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১শ ২৪ জন পাশ করে। জিপিএ-৫ পেয়েছে ৩জন। পাশের হার ৯০.৫১%।
দাগনভূঞা উপজেলায় এসএসসিতে ৩ হাজার ১শ ৪৪জন শিক্ষার্থী অংশ নিয়ে ২ হাজার ২শ ৮১ জন পাশ করে। এর মধ্যে ৬৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ৭২.৫৫%। দাখিলে ৮ শ ৪৭জন অংশ নিয়ে ৪শ ৪৬জন পাশ করে। জিপিএ-৫ পেয়েছে ৪জন। পাশের হার ৫২.৬৬%।
পরশুরামে এসএসসিতে ১ হাজার ৭৮জন শিক্ষার্থী অংশ নিয়ে ৭শ ৯৫ জন পাশ করে। এর মধ্যে ২২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ৭৩.৭৪%। দাখিলে ৪শ ৩৭জন অংশ নিয়ে ১শ ৪২জন পাশ করে। জিপিএ-৫ পেয়েছে ২জন। পাশের হার ৩২.৪৯%। করিগরিতে ৩২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৩১জন পাশ করে। কেউ জিপিএ-৫ পায়নি। পাশের হার ৯৩.৮৭%।



