শহর প্রতিনিধি: ফেনী জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান বলেছেন, ফেনীতে ডাক্তার ফি নির্ধারন করে দেওয়া হবে।কারন ডাক্তারদের ফি নিয়ে বিশৃঙ্খলা রয়েছে। ফি নির্ধারন করে শৃংখলা ফিরিয়ে আনতে হবে। এছাড়া মাদক ও ধুমপান বিরোধী অভিযান জোরদার করা হবে।সরকারী নির্দেশনা অনুযায়ী এখন থেকে সরকারী চাকুরীতে যোগদানের সময় সকলকে ডোপ টেস্ট করা হবে বলে তিনি জানান।
রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন ও সমন্বয় সভায় জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান এসব কথা বলেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামূল করিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির, জেলা পরিষদের প্রধান নির্বাহী শারমিন জাহান, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম প্রমুখ।



