ফেনীতে ডেঙ্গু নিয়ন্ত্রন বিষয়ে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশন। ‘পরিবেশ রাখি পরিস্কার, বন্ধ রাখি মশার বিস্তার, ডেঙ্গু মুক্ত দেশ চাই, পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই’ এ স্লোগানকে সামনে রেখে শনিবার বিকালে একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় বক্তব্য রাখেন জেলা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওর্নাস এসেসিয়েশানের সভাপতি হারুন উর রশিদ।
সংগঠনটির সাধারণ সম্পাদক আবু যুবায়ের মুন্নার সঞ্চালনায় সভায় এসময় সমিতির সহ-সভাপতি আকতার হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক এএসএম রাশেদুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক আহম্মেদ ভূঞা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. কামাল উদ্দিন, প্রচার সম্পাদক আবুল হাসান চৌধুরী অপু, অর্থ সম্পাদক আবদুল কুদ্দুস সুমন, সহ-প্রচার সম্পাদক জহিরুল হক মিলন, নির্বাহী সদস্য সৈয়দ মনিরুল ইসলাম বাবু, মো. নুর নবী ও আবুল বশর উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সমিতির সভাপতি হারুন উর রশিদ বলেন, চলতি সময়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ফেনীতেও অনেক মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে। এতে সরকারের পাশাপাশি জেলার প্রাইভেট হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারগুলো সরকারের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু রোগীদের সকল পরীক্ষা ৫০% ছাড়ে করা হচ্ছে। তবে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক থাকায় বেশির ভাগ রোগী স্বেচ্ছায় রোগ নির্ণয় করতে আসায় ডেঙ্গু পরিক্ষার কিট (স্টিপ) সংকট দেখা দিয়েছে। এতে আমাদের সকলকে সচেতন হতে হবে অন্যকেও সচেতন করতে হবে। এজন্য তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।