ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২০
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীতে দাবীকৃত চাঁদা না দেয়ায় যুবককে হত্যা চেষ্টা

 

সদর প্রতিনিধি : ফেনীর সোনাগাজীর মঙ্গলকান্দিতে পাওনা টাকা উদ্ধারে এসে পাল্টা মার খেয়ে ফিরলো লক্ষ্মীপুরের বেলাল হোসেন নামের এক যুবক।লেমুযায় নির্জন স্থানে এনে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি প্রতারক চক্র তাকে হত্যার চেষ্টা চালায়।

সূত্র জানায়, মধ্য চাঁদপুর ধোপাপুকুর পাড় সংলগ্ন জায়গায় সন্ধ্যায় শোরচিৎকার শুনে শতাধিক নারী-পুরুষ এগিয়ে আসে। এখানে বেলাল হোসেন নামের এক যুবককে হত্যার চেষ্টা চালায় তিন দূর্বৃত্ত। গ্রামবাসীর ধাওয়া খেয়ে তারা মহাসড়কের দিকে পালিয়ে যায়।
ইউপি চেয়ারম্যান মোশারফ উদ্দিন নাসিম জানান, লক্ষ্মীপুর জেলার বেলাল নামের ওই যুবক মঙ্গলকান্দিতে একজনের নিকট ১ লাখ ৭০ হাজার টাকা পাওনা উদ্ধার করতে ফেনী আসে। আজিজুল হক সুমন নামের এক যুবক ওই টাকা উদ্ধারের নামে সহযোগিদের নিয়ে বেলালকে নিয়ে মঙ্গলকান্দি যায়। সেখানে ওই ব্যক্তিকে না পেয়ে সুমনের শশুর বাড়ী মধ্য চাঁদপুরে আসে। এখানে সুমন, তার শ্যালক মিশু ও শুভ নামের তিন যুবক সন্ধ্যার দিকে বেলালকে নির্জন স্থানে নিয়ে যায়। তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবী করে। একপর্যায়ে সে প্রাণবাঁচাতে কিছু টাকা দিতে রাজি হয় ও তার স্বজনদের টাকা পাঠাতে মোবাইল ফোনে জানায়। দূর্বৃত্তদের দেয়া বিকাশ নাম্বারে লেমুয়া বাজারে টাকা পাঠাতে অনুরোধ করে। এতে দূর্বৃত্তরা উল্টো ক্ষিপ্ত হয়। তাদের দাবীকৃত দুই লাখ টাকা দেয়ার জন্য তাকে মারধর করে। একপর্যায়ে জবাই করে দেয়ার জন্য প্রস্তুতি নিলে সে শোরচিৎকার দেয়। এসময় আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।
ফেনী মডেল থানার ওসি মো: রাশেদ খান চৌধুরী ঘটনাটি শুনেছেন বলে জানান। এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ দেয়নি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!