শহর প্রতিনিধি:ফেনীতে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
এসময় শহরের হাসপাতাল মোড় আজাদের কলোনীতে অভিযান পরিচালনা করা হয়। কলোনীর ভাড়াটিয়া দেলোয়ারা বেগমের (৪০)ঘর থেকে ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে এ নারী জানায়, সে প্রতিদিন ৫০ পিস ইয়াবা নিয়ে এসে খুচরা বিক্রি করতো। সে হিসেবে একজন ক্ষুদ্র ব্যবসায়ী তিনি। আদালত অভিযুক্তকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। পরে অভিযান পরিচালনা করা হয় মোটবী ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুরের জয়নাল হাজারি কলোনিতে।যেখানে মাদক সম্রাট ল্যাংড়া সবুজ ও তার সহযোগী ইব্রাহিমের ইয়াবার আস্তানা গড়ে উঠেছে। এসময় ৫শ পিস ইয়াবাসহ আমেনা আক্তারকে আটক করা হয় (৪৮)। আটক আমেনা ও ইব্রাহিমের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।