ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:২৭
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে মোটবীকে হারিয়ে ফরহাদ নগর ইউনিয়ন চ্যাম্পিয়ন

শহর প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় ফেনী সদর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকাল ৩টায় শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে আয়োজিত সমাপনীতে প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আলাউদ্দিন আহাম্মেদ চৌধুরী নাসিম।

বিশেষ অতিথি ছিলেন  ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান, পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।

41852144_271260886930201_4526012347268988928_n

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: মামুনের সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আবুল হাশেমের পরিচালনায় এসময় অন্যান্যদের মাঝে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট হাফেজ আহম্মদ,খায়রুল বাশার তপন মজুমদার,ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল,দাগনভুইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন,জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারন সম্পাদক শুসেন চন্দ্র শীল, সদর উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন ডালিমসহ জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

খেলায় ২-০ গোলে  মোটবী ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ফরহাদ নগর ইউনিয়ন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!