স্টাফ রিপোর্টারঃ ফেনীতে দুই কোটি টাকা মূল্যের ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট আটক করেছে ৪ বিজিবি। শনিবার দুপুর ও সন্ধ্যায় ছাগলনাইয়া উপজেলার জদ্দার কোনা এবং জ্বিন পুকুর নামক স্থানে অভিযান চালিয়ে এসব ট্যাবলেট আটক করে।
সুত্র জানায়, ৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সহিদুর রহমানের দিক নির্দেশনায় সুবেদার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে দেবপুর বিওপির একটি বিশেষ টহলদল শনিবার দুপুরে ছাগলনাইয়া উপজেলার জদ্দার কোনায় অভিযান চালায়। এসময় এক কোটি চুয়াল্লিশ লক্ষ আটাশি হাজার তিনশত টাকা মূল্যের ১ লাখ ৩৯ হাজার ৫ শ পিচ ভারতীয় টার্গেট ট্যাবলেট, ১ হাজার ৮ শ ৪০ পিচ নিমো সোলাইট ট্যাবলেট, ২০ হাজার পিচ প্যারাকটিন ট্যাবলেট ও ২০ হাজার ৩ শ পিচ সেরিডন ট্যাবলেট আটক করে বিজিবি।
এদিকে ওই দিন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার মোঃ মতিয়ারের নেতৃত্বে বিওপির একটি বিশেষ টহলদল ছাগলনাইয়া উপজেলার জ্বিন পুকুর নামক স্থানে অভিযান পরিচালনা করে। এসময় বিয়াল্লিশ লক্ষ টাকা মূল্যের ২ লাখ ১০ হাজার পিচ ভারতীয় প্যারাকটিন ট্যাবলেট আটক করে। আটককৃত মালামালগুলো ফেনী শুল্ক অফিসে জমা করা হয়েছে বলে ৪ বিজির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সহিদুর রহমান নিশ্চিত করেন।