ফেনী
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:১২
, ৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ফেনীতে বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’র যাত্রা শুরু

শহর প্রতিনিধি: ফেনীতে বর্ণিল আয়োজনে শুরু হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। রবিবার বিকালে শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে রঙ-বেরঙের বেলুন ও পায়রা উড়িয়ে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেই ২৬ সেকেন্ডের মাথায় ফেনী জেলা দলের পক্ষে মিনাজুল ইসলাম টুর্ণামেন্টের ১ম গোল করে দর্শককে মাতিয়ে তুলে। জবাবে ১ মিনিট ৩০ সেকেন্ডের মাথায় ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের পক্ষে সৌরভ হোসেন ২য় গোল করে খেলায় সমতা আনে। আজ সোমবার বিকাল ৩ টায় একই মাঠে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলা দল।
এদিকে গতকাল বিকালে ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ নুরুল আলম নিজামীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন, নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস, কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, বান্দরবান জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজদেুর রহমান খান, লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান ও ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান। এ সময় পুলিশ সুপার এস.এম জাহাঙ্গীর আলম সরকার, সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আক্তার উন নেছা শিউলী, জেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লবসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংস্থার সদস্যগণ ছাড়াও শহরের স্কুল-কলেজের শিক্ষার্থীরা ও বিভিন্ন শ্রেনী-পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!