শহর প্রতিনিধিঃ “অযথা এন্টিবায়োটিক সেবন ক্ষতির কারন,বিনা প্রেসক্রিপশনে তা কিনতে বারন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফেনীতে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালিত হয়েছে।এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।
সিভিল সার্জন ডাঃ হাসান শাহরিয়ার কবীরের সভাপতিত্বে ও সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সাইফুদ্দিন মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আক্তার উননেছা শিউলী,ফেনী আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ হাবীব উল করিম,ফেনীর ঔষধ তত্বাবধায়ক সালমা সিদ্দিকা,বিএমএ ফেনীর সহ-সভাপতি ডাঃ দেলোয়ার হোসেন।
সভায় বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুরুল আলম,ডাঃ রুকসানা স্বপ্না,ফেনী জেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি নাসির উদ্দিন আহমেদ মিলন,ফেনী জেলা বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশন এর সাধারন সম্পাদক হারুন উর রশিদ,জেলা গ্রাম ডাক্তার সমিতির সভাপতি আবু বক্কর ছিদ্দিক,মানব কল্যান সোসাইটির সভাপতি দেলোয়ার হোসেন,সাংবাদিক আবু তাহের,ওসমান হারুন মাহমুদ দুলাল,দিলদার হোসেন স্বপন,এনামুল হক এনাম,রাসেল চৌধুরী প্রমূখ।এর আগে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে র্যালী বের করা হয়।



