ফেনী
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৩
, ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ফেনীতে বিয়ের প্রলোভনে তরুণী ধর্ষণের অভিযোগে যুবক আটক

ফেনীর সোনাগাজীতে বিয়ের প্রলোভনে ফেলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সাইফু উদ্দিন রিশাদ নামে (২৫) এক যুবককে আটক করেছে পুলিশ।মঙ্গলবার সকালে সোনাগাজী পৌরসভার চরগণেশ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।সে ওই এলাকার বকশ আলী ভূঞা বাড়ির মৃত সাহাব উদ্দিনের ছেলে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন,প্রায় ৫ বছর পূর্ব থেকে পশ্চিম ছাড়াইতকান্দি গ্রামের এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে সাইফ উদ্দিন রিশাদ।এক পর্যায়ে তরুণীকে বিয়ের প্রস্তাব দেয় ওই যুবক।ওই সময় তরুণীর ১৮ বছর পূর্ণ না হওয়ায় বিয়ে করতে পারেনি।দুই বছর পূর্বে তরুনীর নানার বাড়ি ও রিশাদের বন্ধু হৃদয়ের বাসায় তরুণীকে একাধিকবার ধর্ষণ করে যুবক।পরে চাকুরীর উদ্দেশ্যে কাতার চলে যায় ওই যুবক। কাতারে অবস্থানকালেও সে তরুণীর সাথে স্বামী স্ত্রীর মত মেসেজ আদান প্রদান করেন। তরণী আরো অভিযোগ করে বলেন, তাকে ধর্ষণের সময় রিশাদ তার বন্ধু হৃদয়কে দিয়ে তার অশ্লীল ভিডিও ধারণ করে। সে যদি রিশাদকে বিয়ে না করে তাহলে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখায়।গত কয়েক দিন পূর্বে সীমা নামে আরেক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে রিশাদ এবং ওই তরুণীকে খারাপ চরিত্রা আখ্যা দিয়ে তাকে বিয়ে করবেনা বলে জানিয়ে দেন। এতে ওই তরুণী মানসিকভাবে ভেঙ্গে পড়ে। গত দুই সপ্তাহ পূর্বে রিশাদ কাতার থেকে দেশে ফিরে আসে।ওইসময় তরুণী তাকে বিয়ের প্রস্তাব দিলে রিশাদ অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে বলে তাকে ধর্ষণের কোন প্রমাণ নাই।বিষয়টি তরুণী থানায় গিয়ে সহকারি পুলিশ সুপার(সার্কেল) সাইকুল আহম্মেদ ভূঞা ও থানার ওসি মঈন উদ্দিন আহম্মেদকে জানালে তারা তাৎক্ষণিকভাবে যুবককে আটক করে।
সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহম্মেদ জানিয়েছেন,তরুণীর অভিযোগের ভিত্তিতে যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। দুই পক্ষ সমঝোতায় গিয়ে বিয়ে কিংবা নিয়মিত মামলা দায়ের পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!