ফেনীতে ব্রিটিশ কাউন্সিলের বইপাঠ প্রতিযোগিতায় বিজয়ী ৭ শতাধিক শিক্ষার্থীর মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ফেনীর একটি কমিউনিটি সেন্টারে সিএফ ইন্টারন্যাশনাল ফেনীর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে সনদ ও পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা: সুমনী আক্তার, ব্রিটিশ কাউন্সিল চট্টগ্রামের প্রধান মাহমুদুল হক। সিএফ ফেনীর সিনিয়র শিক্ষক ওমর বিন কামালের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিএফ ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম পাটোয়ারী।
আয়োজকরা জানান, চলতি বছরের জানুয়ারী থেকে ফেনীর খ্যাতিমান ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল বইপাঠ প্রতিযোগিতার আয়োজন করে সিএফ ইন্টারন্যাশনাল। প্রতিযোগিতায় ১৩শ ৭৫জন শিক্ষার্থীর মধ্য থেকে ৭শ জনকে বিভিন্ন ক্যাটাগরীতে পুরষ্কৃত করা হয়। অনুষ্ঠানে সেরা বিজয়ী ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেহেরু রুবাইয়াত চৌধুরীর হাতে ল্যাপটপ তুলে দেন প্রধান অতিথি মো: ওয়াহিদুজজামানসহ আয়োজক বৃন্দ।