শহর প্রতিনিধি : ফেনী রেল স্টেশনে পানিতে ঝাঁপ দিয়েও রক্ষা পায়নি মাদক বিক্রেতার। রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মাদক বিক্রেতা দম্পতিকে কারাদন্ডাদেশ প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরে জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল রানা অভিযানে বের হন। রেল স্টেশন এলাকা থেকে সোহেল ওরফে কালুর (২৮) কাছ থেকে ৫ কেজি গাঁজা, তার স্ত্রী পারুল ওরফে বেরাজনীর (৩৫) কাছ থেকে ৫ কেজি গাঁজা ও মোশাররফ হোসেন (৬৫) এর কাছ থেকে ৬ কেজি গাঁজা ও ৪ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়। এসময় ভ্রাম্যমান আদাত মো: সোহেল ওরফে কালুকে ২ বছর ও পারুল আক্তার ওরফে বেরাজনীকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। এছাড়া মোশাররফ হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর আগে অভিযানের শুরুতেই পুকুরে ঝাঁপিয়ে পড়েন কালু। পরবর্তীতে পানিতে লাফ দিয়ে ভ্রাম্যমান আদালত টিম তাকে ধরে ফেলে। অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইকবালুর রহমান, জিআরপি উপ-পরিদর্শক আবদুল আলীম ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।