ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৫
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীতে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার গ্যাস বিক্রি: ৩ ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা

শহর প্রতিনিধি: ফেনীতে মেয়াদোত্তীর্ণ নামসর্বস্ব কোম্পানির সিলিন্ডার এলপিজি গ্যাস বাজারে ছড়িয়ে পড়েছে।এসব সিলিন্ডার বিস্ফোরণে ইতোমধ্যেই আগুন লেগে নিহতসহ হতাহতের ঘটনায় বুধবার মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

এ সময় শহরের দাউদপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এলপিজি সিলিন্ডারের গায়ে মেয়াদ না থাকায় রাসেল এন্টাপ্রাইজের মালিক সানাউল্লাহ ফয়সাল (৪২) কে ৩০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। পাঁচগাছিয়ার তেমুহনী এলাকার এলপিজি বিক্রয়কারী প্রতিষ্ঠান মাম্মি এন্টারপ্রাইজ এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রায় ৩০টি সিলিন্ডার মেয়াদহীন অবস্থায় পাওয়া যায়। প্রতিটি পূর্ণ সিলিন্ডারের ওজন প্রায় ২ কে.জি.কম পাওয়া যায়।অভিযানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক একরামুল হক ভুঁইয়া (২৭) কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে অভিযান পরিচালনা করা হয় কোর্ট বিল্ডিং এর খাজুরিয়া রাস্তার মাথায়। মেয়াদোর্ত্তীণ, মেয়াদহীন সিলিন্ডারে গ্যাস বিক্রি করা ও ওজনে প্রতারণা করায় শাওন এন্টারপ্রাইজের ব্যবস্থাপক নয়ন চন্দ্র শীল (২৬) কে ৪০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
অভিযানকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া, ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম ভুঁইয়া ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!