শহীদ জিয়াউর রহমানকে কটাক্ষ করে সাবেক বিচারপতি শামছুউদ্দিন মানিক মানিকের বক্তব্যের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবদল। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে শহরের ট্রাংক রোড খেজুর চত্বর থেকে জেলা যুবদলের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বড় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম।
এ সময় জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নঈম উল্যাহ্ চৌধুরী বরাত, দফতর সম্পাদক আল ইমরান, সদর থানা আহবায়ক আতিকুর রহমান, যুগ্ম-আহবায়ক-শাহাদাত হোসেন, শহর সমন্বয়ক জাহিদ হোসেন বাবলুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।