স্টাফ রিপোর্টার : সোনাগাজী উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আজগর হোসেনের বিরুদ্ধে এক তরুনীকে (২০) শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার উপজেলার পূর্ব সফরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই তরুনী নিজে বাদী হয়ে শুক্রবার রাতে তার বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই তরুনী তার খালার বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। তরুনীটি কিছু দুর যাওয়ার পর পূর্ব সফরপুর গ্রামের নুর নবীর খাদ্য দোকানের সামনে গিয়ে পৌঁছলে স্থানীয় যুবলীগ নেতা আজগর হোসেন তাকে ডেকে কথা বলে এবং কোথায় যাচ্ছে তা জিজ্ঞেস করে। তরুনী তার খালার বাড়িতে যাচ্ছে বললে আজগর কৌশলে তিনিও ওই দিক দিয়ে ফেনী যাবেন বলে তাকে মোটর সাইকেলে করে তার খালার বাড়ির সামনে নামিয়ে দিবে বলে গাড়ীতে উঠতে বলে। এসময় ওই তরুনী তার কথামত মোটরসাইকেলে উঠে বসে। কিছু দুর যাওয়ার পর রাস্তায় সংস্কার কাজ চলছে বলে অন্য একটি সড়কে নিয়ে গিয়ে কেউ না থাকায় হঠাৎ মোটরসাইকেল থামিয়ে তরুনীকে সড়কের পাশের একটি জঙ্গলে নিয়ে জোরপূর্বক টেনে হেচড়ে তার জামা ছিড়ে তরুনীর শ্লীলতাহানী করে।
এসময় ওই তরুনী চিৎকার শুরু করলে আজগর দ্রুত মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে বাড়িতে এসে তরুনী বিষয়টি তার মা-বাবাকে জানায়।
তরুনীর পরিবার জানায়, ওই দিন রাতে আজগর তাদের মুঠোফোনে কল দিয়ে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে হুমকি-ধমকি দেয়।
সোনাগাজী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তরুনীর অভিযোগের সূত্র ধরে পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং অভিযুক্ত আজগরকে গ্রেফতারের চেষ্টা করছে।