ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪১
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীতে সড়ক দূর্ঘটনায় ৩ যাত্রী নিহত

স্টাফ রিপোর্টার: ফেনীতে সড়ক দূর্ঘটনায় এক নারীসহ ৩ যাত্রী নিহত হয়েছে। সোমবার দুপুরে ফেনী-দাগনভূঞা আঞ্চলিক মহাসড়কের দুধমুখা এলাকায় ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়,ওই সময় ফেনী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ওই এলাকায় পৌঁছলে বিপরীত দিক দেকে ছুটে আসা আরেকটি সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে এক নারীসহ হাসপাতালে নেয়ার পথে আরো দুই যাত্রী নিহত হয়। এসময় আরো ৫জন আহত হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।নিহতদের মধ্যে এক জনের লাশ কোম্পানীগঞ্জ হাসপাতাল ও অপর দুইজনের লাশ আধুনিক ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।গুরুতর আহত অবস্থায় ৪জনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসকরা জানান।

দাগনভূঞা থানার পরিদর্শক (ওসি) সালাহ উদ্দিন পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!