শহর প্রতিনিধি:ফেনীতে বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
এ সময় শহরের সর্ববৃহৎ আড়ত তাকিয়া রোডের জহির ক্রাশিং মিলে অভিযান পরিচালনা করা হয়। ক্রাশিং মিলে স্তূপকৃত অবস্থায় হলুদের সাথে আটা মেশানো অবস্থায় পাওয়া যায়। আদালত প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ হানিফ(৩৫)কে ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।একই সাথে ক্রাশিং মিলটি বন্ধ ঘোষণা করে আদালত।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।