শহর প্রতিনিধি:ফেনী শহরের পশ্চিম রামপুরে ৮ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলামকে আটক করেছে র্যাব-৭।বৃহস্পতিবার বিকালে ঢাকাগামী একটি সিল্ক লাইন বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব ৭ এর স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম পিপিএম জানান,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি বাস যোগে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ চট্টগ্রাম হতে ঢাকার দিকে যাচ্ছে।উক্ত সংবাদের ভিত্তিতে শহরের পশ্চিম রামপুরে র্যাব-৭ ফেনী ক্যাম্পের প্রধান গেট হতে ৫০ গজ দক্ষিনে মহাসড়কের উপর দেলোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সামনে অবস্থিত ঢাকাগামী একটি সিল্ক লাইন বাস (যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-১৭৭৬) অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার করিমখাঁ গ্রামের মোবারক সরকারের ছেলে জাহিদুল ইসলামকে ৮ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।